শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকদের মানববন্ধন
আজ (৩ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে 'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরা।
'মৃত্যু এত সহজ কেন?' শিরোনামে এই মানববন্ধন করেন তারা।
অনুষ্ঠান চলাকালে অভিভাবকরা প্রশ্ন তোলেন, 'কেন ছাত্রদের একটি অংশকে দুর্বৃত্ত বানিয়ে তোলা হবে? কেন সরকার স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে?'
তারা বলেন, 'দুধের সন্তানকে তিলে তিলে বড় করা হলো—সেই সন্তানকে টেনে-হিঁচড়ে মারার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমাদের ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়, সেই গুলিতে কেন আমাদের সন্তানকে গুলি করা হচ্ছে?'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে অভিভাবকরা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একজন মা এবং বঙ্গবন্ধুকন্যা। কিন্তু আপনার হাতে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আপনার হাতে রক্তের দাগ, আপনি সরে যান।'
মানববন্ধন চলাকালীন বেশ কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের গুরুতর আহত অবস্থা তুলে ধরেন। কেউ কেউ তাদের সন্তান হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন।