চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাড়িতে ভাঙচুর
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তার পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে ছিলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এর ঠিক পরেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
এদিকে মন্ত্রীর বাড়ির সামনে দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে আগুনও দেওয়া হয়। বাড়ির ভেতরে বেশ কিছু ফার্নিচারও ভাঙচুর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে তারা এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে উভয় হামলায় ছাত্ররা জড়িত নন বলে দাবি করেন।
তিনি বলেন, 'আমাদের প্রতিবাদ মিছিল কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা দায়ী নই।'
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরনগরীতে টাইগারপাসের কাছে এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় একটি পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়।
চট্টগ্রাম পুলিশের এডিসি (উত্তর) মোহাম্মদ জাহাঙ্গীর টিবিএসকে বলেন, 'আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।'
এর আগে দুপুর আড়াইটা থেকে হাজার হাজার বিক্ষোভকারী শহরের নিউমার্কেট মোড়ে জড়ো হন।
চট্টগ্রাম মেয়রের বাড়ি ভাঙচুর
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রিয়াজুল করিম চৌধুরীর বাড়ি ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কাজী তারেক আজিজ বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন।
হামলার বিষয়ে তিনি বলেন, 'শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার পরপরই মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে বলে জানতে পেরেছি।'
এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।