আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড়, বিএসএমএমইউতে গাড়িতে আগুন
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা কর্মসূচির সমর্থনে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ের দখল নিয়েছেন।
বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. গুলজার হোসেন উজ্জ্বল টিবিএসকে বলেন, বিএসএমএমইউএর বি ব্লকের নিচে থাকা প্রায় ৫০টি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের গাড়ি, মোটরসাইকেল রয়েছে।
তিনি বলেন, 'বর্তমানে চিকিৎসক, নার্সরা যার যার ডিপার্টমেন্টে আটকা পড়ে আছেন। রোগী ও রোগীর স্বজনেরা অনেক আতঙ্কিত। এখন পর্যন্ত হাসপাতালে দায়িত্বরত কয়কজন আনসার সদস্য আহত হয়েছেন; তবে তাদের আহতের মাত্রা কতটুকু এখনও জানা যায়নি।'
ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড়ে ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসব এলাকায় আসতে শুরু করেন।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে চতুর্দিক থেকে মানুষের আসছে। সময়ের সাথে সাথে জমায়েত বাড়ছে।
এ সময় সকাল ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে যান।
সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হাসপাতালের কয়েকটি গাড়িতেও আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
এছাড়া জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের সমর্থনে মিছিল নিয়ে হাজির হয়েছেন পেশাজীবীরা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে সকাল সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মগবাজার, কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর, বায়তুল মোকাররম ও মৎস্য ভবনে বিক্ষোভস্থলের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।