ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত: জিএম কাদের
দেশের বর্তমান বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প হয় না মন্তব্য করে জাতীয় পার্টি বলেছে, ইউনূসের নেতৃত্বকে সহায়তা করতে তারা প্রস্তুত।
বুধবার (৭ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চুড়ান্ত হওয়ায় 'স্বস্তি ও আনন্দ' প্রকাশ করে জাতীয় পার্টি।
'ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের,' বলা হয় বিজ্ঞপ্তিতে।
জিএম কাদের বলেন, 'জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহংকারের ধন। ড. ইউনুস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারাবিশ্বের সামনে এক অনন্য মডেল।'
দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন আশা প্রকাশ করে জিএম কাদের বলেন, 'তার নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।'
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত নাজুক হয়ে পড়েছে এবং দেশের মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়েছে মন্তব্য করে জিএম কাদের আরও বলেন, 'স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন?'
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মুহাম্মদ ইউনূস বর্তমানে দেশের বাইরে আছেন। আগামীকাল বৃহস্পতিবার দুবাই থেকে দুপুর ২টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ড. ইউনূস।
'আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এ বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর-অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি,' বলেন তিনি।
গত সোমবার (৫ আগস্ট) ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশ সরকারবিহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলাও।
বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।