আগস্টে রেমিট্যান্স ২২০ কোটি ডলার, বেড়েছে ৩৯ শতাংশ
গেল মাস আগস্টে দেশে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ডলার। গতবছরের একই মাসের তুলনায় যা বেড়েছে ৩৯ শতাংশ।
আজ রোববার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার।
গেল আগস্টে রেমিট্যান্স আগের মাস জুলাইয়ের তুলনায় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। জুলাই মাসে ১৯১ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছিল ব্যাংকগুলো।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি ও সাধারণ ছুটির কারণে ১৯-২৩ জুলাই পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ ছিল। আন্দোলন দমনে বিগত সরকার টানা পাঁচদিন বন্ধ রেখেছিল ইন্টারনেট সংযোগ। মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় ১০ দিন পর্যন্ত। এতে বিদেশের সাথে দেশের ব্যাংকগুলোর লেনদেন প্রায় স্থবির হয়ে পড়ে।
বৈধ বা ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশকিছু পদক্ষেপও নেয় বাংলাদেশ ব্যাংক। মূলত বৈদেশিক মুদ্রা রিজার্ভকে চাঙ্গা করতে এসব পদক্ষেপ নেওয়া হয়।