৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৩৯১ কোটি টাকা
এর আগে চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল এক লাখ ৮২ হাজার কোটি টাকা, যা সে সময়েও রেকর্ড পরিমাণ ছিল।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায় পৌঁছেছে।
জুন প্রান্তিকে (এপ্রিল–জুন) খেলাপি ঋণ বেড়েছে ২৯ হাজার ৩৯১ কোটি টাকা, যা আগের তিন মাসের তুলনায় ১৬ দশমিক ১৪ শতাংশ বেশি।
এর আগে চলতি বছরের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল এক লাখ ৮২ হাজার কোটি টাকা, যা সে সময়েও রেকর্ড পরিমাণ ছিল।
জুন পর্যন্ত মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮৩ হাজার কোটি টাকা।