ফেসবুকে মন্তব্যের জেরে খুলনায় গণপিটুনির শিকার শিক্ষার্থী জীবিত আছেন, চিকিৎসা চলছে: সেনাবাহিনী
ফেসবুকে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' করে মন্তব্য করার অভিযোগে খুলনায় গণপিটুনির শিকার শিক্ষার্থী জীবিত আছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শ্রী উৎসব নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে। তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ২২ বছর বয়সী উৎসব ধর্ম অবমামনাকর মন্তব্য করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয়রা তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সোপর্দ করে। তবে এর পরেই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উৎসবকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি জানায়।
এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কমিশনারের কার্যালয়ে ঢুকে ওই যুবকের ওপর হামলা চালায়। পরে সেনা সদস্যরা তাকে উদ্ধার করেন।
এর আগে গতরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার সময় উৎসব নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়