ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক মারা গেছেন
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক মারা গেছেন।
ব্যাংকটির একজন কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
আজ (৮ সেপ্টেম্বর) ভোররাতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে হাসপাতালে মারা যান এমরানুল হক। এই সিনিয়র ব্যাংকার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।
ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
এরপর ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও জাম্বিয়ার ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেডে কাজ করেন তিনি।
১৯৯৮ সালে এমরানুল হক ঢাকা ব্যাংকে যোগ দেন। ঢাকা ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।