যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক: ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রসঙ্গে অবাক হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ (রবিবার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন।
তিনি বলেন, "আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোন কারণ খুঁজে পাচ্ছি না। আমি কোন অবস্থাতেই মনে করি না ভারতের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা আছে।"
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, "ভারতের প্রতিরক্ষামন্ত্রী খুবই নগণ্য বিষয়কে প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েল যুদ্ধের কারণে ভারতের প্রস্তুতি নেওয়ার কিছু নেই কিংবা হামাসের সাথে ভারতের কী সম্পর্ক তা বুঝে আসেনা। আর ইউক্রেন-হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কীভাবে তুলনীয় হয় এটাও আমার বোধগম্য নয়।"
গত বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডারস কনফারেন্সে সভাপতির ভাষণে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস যুদ্ধ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে 'অপ্রত্যাশিত' পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার এ কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেছেন।