নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে মামলা করা হয়েছে।
গতকাল (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান।
মামলায় মাশরাফিকে ১ নম্বর আসামি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলার ৩ ও ৪ নম্বর আসামি করা হয়েছে যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানকে। এছাড়া আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, "গত ৪ আগস্ট দুপুরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্মক অস্ত্র নিয়ে জোট বদ্ধ হয়ে চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্বপাড় পর্যন্ত বেআইনি সমাবেশ করেন। ঐ সময় নকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা স্বৈরাচারী শেখ হাসিন সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছালে ১ থেকে ৪ নম্বর আসামির হুকুমে অন্য আসামি মাহমুদুল হাসান শট গান দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।"
এজহারে আরও বলা হয়, "সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেনের হুকুমে আসামি হাফিজ খান মিলন ও নাঈম ভূইয়া পিস্তল দিয়ে মিছিলে গুলি করে। এ সময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম ও সোহান বিশ্বাস নামের দুজন গুরুতর জখম হন। এছাড়া বোমা ও তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অনেকে আহত হন।"