আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্ত সূচি
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেই আরেক সফরের প্রস্তুতি শুরু করতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারত সফরের জন্য গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সারছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ভারত সফরের পর দেশে ফিরে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সব মিলিয়ে টানা খেলার মধ্যেই দল। এবার ব্যস্ত সূচিতে সময় কাটতে যাচ্ছে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়ারদেরও।
আগামী দুই মাসে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের চারজন আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। বাংলাদেশের তিনজন পুরুষ ও একজন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। মাঠের চার আম্পায়ারের মতো ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের একজন ম্যাচ রেফারিরও। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসব টুর্নামেন্টের বেশিরভাগই আইসিসির ইভেন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়াররা। এ ছাড়া একটি ত্রিদেশীয় সিরিজে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ম্যাচ রেফারি। এসব টুর্নামেন্ট আগামী নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। বাংলাদেশের চার আম্পায়ার হলেন মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ ও সাথিরা জাকির জেসি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রষিদ রাতুল।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া 'এ' অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে দায়িত্ব পালন করে দেশে ফিরেছেন বাংলাদেশের আম্পায়ার মোর্শেদ আলী খান। আগামী অক্টোবর-নভেম্বরে আম্পায়ারিং করবেন ইমার্জিং এশিয়া কাপে। টিবিএসকে তিনি বলেন, 'মালয়েশিয়ায় আম্পায়ারিং করে কাল আমি দেশি ফিরেছি। আরেকটি টুর্নামেন্টে অ্যাসাইনমেন্ট পেয়েছি। ওমানে আগামী ২৬ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালন করবো আমি, আজই এটা নিশ্চিত হয়েছে।'
কানাডাতে আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের লিগ-২ পর্বের খেলা। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল। কানাডা ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে ওমান ও নেপাল। এরপর এই তিন দল নিয়েই একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হবে কানাডাতে। এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব থাকবেন নিয়ামুর রশিদ রাতুল।
দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব রিজিওনাল বি-এর খেলা। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন তানভীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪-১৪ নভেম্বর অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব-৪ এর ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।