দ্বিতীয় ইনিংসেও সাকিবের দাপট, ফের নিলেন ৪ উইকেট
সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন সাকিব আল হাসান। সমারসেটের প্রথম ইনিংসের তিন ভাগের এক ভাগেরও বেশি ওভার বোলিং করেন তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরা অভিজ্ঞ এই স্পিনার উইকেট শিকারেও নেতৃত্ব দেন। ১৩ বছর পর ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘরোয়া লিগটিতে প্রত্যাবর্তনের দিনে ৪ উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও শাসন জারি রাখলেন, সমারসেটের যাওয়া ৯ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন তিনি।
তবে মাঝে ব্যাট হাতে ভালো সময় যায়নি। প্রথম ইনিংসে সারের করা ৩২১ রানে সাকিবের অবদান ২৪ বলে ১২ রান। টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে সমারসেট। দলটির লিড দাঁড়িয়েছে ১৯০ রান।
ব্যাট হাতে অবদান রাখতে না পারার হতাশা অবশ্য পরে বল হাতে অনেকটাই ঘুচিয়ে নেন সাকিব। সমারসেটের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ফিরিয়ে দেন আর্চি ভনকে, উপড়ে নেন তার স্টাম্প।
১৮ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডারের বাবার সঙ্গেও খেলেছেন সাকিব, তখন আর্চির বয়স ছিল এক বছর। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিব বোলিংয়ে আসার আগেই আউট হয়ে যান ভন। ১৭ বছর পর তার ছেলে আর্চির উইকেট নিলেন সাকিব।
সাকিবের দ্বিতীয় শিকার টম অ্যাবেল। ১৪তম ওভারে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন বাংলাদেশ অলরাউন্ডার। তৃতীয় উইকেটের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় সাকিবকে। ইনিংসের ৩২তম ওভারে সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকেও এলবিডব্লিউ করেন তিনি। পরের ওভারেই তার শিকার জেমস রেউ।
দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাটিং করেছে সমারসেট, এর মধ্যে সাকিব একাই প্রায় অর্ধেক ওভার করেছেন। বাঁহাতি এই স্পিনার ২৫ ওভার বোলিং করেন, সারের আর কোনো বোলার ১৩ ওভারের বেশি করেননি। ৪ উইকেট নিতে ২৫ ওভারে সাকিবের খরচা ৮৫ রান। জর্ডান ক্লার্ক ২টি এবং কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান একটি করে উইকেট পান।