আসছে ‘হ্যারি পটার’ সিরিজ; হগওয়ার্টস স্কুলের জন্য খোঁজা হচ্ছে নতুন কাস্টিং
বিশ্বজুড়ে অগণিত সিনেমাপ্রেমীর কাছে প্রিয় নাম 'হ্যারি পটার'। জে কে রাউলিং-এর উপন্যাস অবলম্বনে সিরিজ আকারে নির্মিত এই চলচ্চিত্র দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হগওয়ার্টস, হ্যারি পটার ও তার বন্ধুদের জাদুর দুনিয়ার দেখে আনন্দ পান দর্শকরা। তাদের জন্যই সুখবর হলো, হ্যারি পটার আবারও ফিরছে, নতুন শিল্পী ও নতুন কাহিনি নিয়ে।
জে কে রাউলিং-এর ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে প্রকাশিত হ্যারি পটারের সাতটি বই অবলম্বনে 'দশকব্যাপী দীর্ঘ' এই সিরিজ নির্মিত হবে। সিরিজের প্রতিটি সিজনই মূল বই অবলম্বনে বানানো হবে এবং হ্যারি পটার ও তার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারগুলোকে বিশ্বজুড়ে নতুন দর্শকদের সামনে তুলে ধরা হবে।
তবে এবারের হ্যারি পটার সিরিজে দেখা মিলবে না পুরোনো হ্যারি পটার ড্যানিয়েল র্যাডক্লিফ বা হার্মিওনি গ্রেঞ্জার রূপে এমা ওয়াটসনের। হ্যারি, রন বা হারমায়োনির চরিত্রে এবার দেখা মিলবে নতুন মুখের। এজন্যই খোঁজা হচ্ছে নতুন শিশু শিল্পী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি।
২০২৫ সালের এপ্রিল মাসে যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে থাকবে এবং যারা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা, শুধু তাদের জন্যই এই সুযোগ। আগ্রহীদের নিজেদের দুটি ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে—একটিতে একটি ছোট গল্প বা কবিতা পড়তে হবে (হ্যারি পটারের কিছু নয়) এবং অন্যটিতে নিজের পরিচয় দিতে হবে—জন্মতারিখ, উচ্চতা ও ঠিকানা সহ। নিজের উচ্চারণেই কথা বলতে হবে।
প্রতিটি চরিত্রের জন্য যোগ্য অভিনেতাদের আবেদন করতে বলা হয়েছে; যাদের জাতি, লিঙ্গ, অক্ষমতা, বর্ণ, যৌন অভিমুখিতা বা লিঙ্গ পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হবে না।
'গেম অব থ্রোনস', 'সাকসেশন' এবং গোল্ডেন গ্লোব মনোনীত চলচ্চিত্র 'দ্য মেনু'-এর একাধিক পর্ব পরিচালনা করা মার্ক মাইলড এবং গার্ডিনার, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন। তাদের সাথে থাকবেন সিরিজের লেখক জে. কে. রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস এবং হেইডে ফিল্মসের ডেভিড হেইম্যান।
সিরিজটির মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে ২০২৫-২৬ সালে যুক্তরাজ্যে সিরিজটির শুটিং হবে বলে আশা করা হচ্ছে।
২০০০ সালের আগস্টে ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টকে হ্যারি, হারমায়োনি এবং রন চরিত্রের জন্য বেছে নেয়া হয়েছিল। রুপার্ট গ্রিন্ট ১২ বছর বয়সে 'নিউজরাউন্ড'-এর একটি কাস্টিং রিপোর্ট দেখে আবেদন করেছিলেন।
অন্যদিকে, র্যাডক্লিফ বলেছেন, তিনি নতুন সিরিজ দেখতে উচ্ছ্বসিত, কিন্তু ক্যামিও করার পরিকল্পনা তার নেই। তিনি বলেন, 'আমি মনে করি তারা নতুনভাবে শুরু করতে চাইছে। আমি খুশি হয়ে অন্যদের সঙ্গে বসে দেখব'।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন