স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে
জনস্বাস্থ্য ভালো করার লক্ষ্যে যুক্তরাজ্যে রাত ৯টার আগে টিভিতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে রাত ৯টার পর টিভিতে প্রাপ্তবয়স্কদের উপযোগী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, উচ্চ ফ্যাট, লবণ ও চিনিযুক্ত খাবারের অনলাইন বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
এই দুটো নিষেধাজ্ঞাই আগামী বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এ উদ্যোগের লক্ষ্য শৈশবেই স্থূলতা প্রতিরোধ করা।
স্বাস্থ্যকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, আরও অনেক আগেই অস্বাস্থ্যকর খাবার ও পানীয়পণ্যের বেশুমার বিজ্ঞাপনে বিধিনিষেধ দেওয়া উচিত ছিল।
এর আগে ২০২১ সালে বরিস জনস প্রধানমন্ত্রী থাকাকালে তৎকালীন কজনারভেটিভ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ২০২৩ সালে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এ শিল্পকে প্রস্তুতি নেওয়ার জন্য আরও সময় দিতে বিধিনিষেধ কার্যকর পিছিয়ে দেওয়া হয়।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গোয়েন এক বিবৃতিতে বলেছেন, এই বিধিনিষেধ শিশুদেরকে কম স্বাস্থ্যকর খাবার ও পানীয়ের বিজ্ঞাপন দেখা কমাতে সাহায্য করবে। তথ্য-প্রমাণ বলছে, অল্প বয়স থেকেই এসব বিজ্ঞাপন দেখার ফলে তার প্রভাব পড়ে তাদের খাবারের পছন্দে-অপছন্দে।
অ্যান্ড্রু গোয়েন বলেন, 'যুক্তরাজ্যের প্রতি পাঁচজনে একজনের বেশি শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আগেই অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত হয়। আর প্রাথমিক বিদ্যালয় থেকে বেরোনোর আগে এই হার প্রতি তিনজনের মধ্যে একজনে উন্নীত হয়।'
বর্তমানে ক্ষমতাসীন লেবারদের চলতি বছরের নির্বাচনি ইশতেহারে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ দেওয়ার এই প্রতিশ্রুতি ছিল।
এছাড়া ইংল্যান্ডের ১৬ বছরের কম বয়সিদের জন্য উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও ছিল লেবারদের ইশতেহারে।
এদিকে শিশুদের স্থূলতা নিয়ে কাজ করা রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ টিভিতে রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
কোন কোন খাবারকে জাঙ্ক ফুড হিসেবে অভিহিত করা হবে এবং সেগুলোর বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তার খসড়া তালিকাও প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। পণ্যের ক্যাটাগরি সম্পর্কে উদাহরণসহ আরও বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।