সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার
সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ স্পেশালাইড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তিনি যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি।
নূরুল ইসলাম সুজন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে লড়ে পরাজিত হয়েছিলেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই একই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সুজন।
এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রেলন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
তার আগে রোববার রাতে রাজধানীর বেইলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে।
উল্লেখ্য, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিরা। এছাড়া আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক এমপি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আরও গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।