কানপুরে ব্যাটসম্যানদের কাছ থেকে বিশেষ কিছুর আশায় শান্ত
চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে ভালো করেও বড় হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ২৮০ রানে হারে তারা। দুই ম্যাচ সিরিজের পরের টেস্টটি কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে। বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে বিশেষ কিছু চান।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৩২ রানের। দ্বিতীয় ৮২ রান করা শান্ত ছাড়া কেউ-ই সেভাবে লড়তে পারেননি, বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৩৪ রানে। অথচ এই টেস্টে দুর্বার শুরু করেছিল সফরকারীরা। হাসান মাহমুদ অল্প রানের ব্যবধানে ভারতের ৪ উইকেট তুলে নেন। পরে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের আঘাতে ১৪৪ রানেই ৬ উইকেট হারায় ভারত।
এখান থেকে দলের হাল ধরে ১৯৯ রানের জুটি গড়া অশ্বিন ও জাদেজা দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। এরপর আর নিয়ন্ত্রণ হারায়নি ভারত। দারুণ শুরু করেও বড় ব্যবধানে হারায় হতাশ শান্ত। তবে ইতিবাচক দিকের কথা বলছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'অবশ্যই হতাশ। তবে ইতিবাচক দিক হচ্ছে, প্রথম দুই তিন ঘণ্টা হাসান, তাসকিন এবং রানা যেভাবে বোলিং করেছে, সেটা খুবই দারুণ ব্যাপার। এরপর ভারত খুবই ভালো ব্যাটিং করেছে।'
পাকিস্তান সফরে বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেন, প্রথমবারের মতো ইনিংসের ১০ উইকেট নেন তারা। প্রথম ইনিংসে ভারতকে অলআউট করার পথেও পেসাররা ছিলেন কাণ্ডারী। শান্তর দৃষ্টিতে এটা বড় ইতিবাচক দিক, 'আমার মনে হয় শেষ কয়েকটি সিরিজে সিমিং কন্ডিশনে আমরা খুবই ভালো বোলিং করেছি। আমাদের এভাবেই বোলিং করে যেতে হবে।'
বিপর্যয়ের মাঠে কেবল শান্তই লড়াই করেছেন। নিজের ব্যাটিং ও আজ মাঠে নামার আগের লক্ষ্যে ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ব্যাটসম্যান হিসেবে সব সময় অবদান রাখতে চাই, এটাই ব্যাপার। আমি আমার ব্যাটিং উপভোগ করি এবং সব সময়ই ভালো কিছু করতে চাই। লক্ষ্য ছিল যতোক্ষণ সম্ভব ব্যাটিং করতে পারি। ফলের কথা না ভেবে প্রক্রিয়া মেনে নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চেয়েছি।'
প্রথম টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে কেবল একটু হাফ সেঞ্চুরি। বাকি ইনিংসগুলোর কোনোটা ৪০- ও ছাড়ায়নি। দ্বিতীয় টেস্টে ভালো করতে ব্যাটসম্যানদের পারফরম্যান্সের বিকল্প দেখছেন না শান্ত। তাই তাদের কাছে বিশেষ চাওয়া তার, 'সামনে গুরুত্বপূর্ণ টেস্ট। আগে যেটা বললাম, বোলাররা খুবই ভালো করেছে, আমি আশা করি ব্যাটসম্যানরা সামনের ম্যাচে বিশেষ কিছু করবে।'