লেবাননে ইসরায়েলি হামলায় ২১ শিশুসহ নিহত ২৭৪, আহত ১০২৪
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ২১ শিশুসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজার ২৪জন। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সীমান্ত সংঘাতের জেরে বছর খানেক ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে আজকের হামলায় লেবাননে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যারা হতাহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও নারীসহ চিকিৎসাকর্মীরা রয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর জবাবে ইসরায়েলের সাফেদ এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ৩৫টি রকেট নিক্ষেপ করা হয়।
আজ এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, দক্ষিণের ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
এর আগে আজ স্থানীয় সময় সকালে যেসব এলাকায় হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এবং যেসব ভবনে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র রয়েছে, সেসব এলাকা ও ভবন থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। পরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে উত্তরাঞ্চলের দিকে সরে যেতে দেখা যায়। আজকের হামলার আগে ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের এক লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
গত শুক্রবার ইসরায়েলি হামলার জবাবে গতকাল রোববার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ১৫০ রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।
ধারাবাহিক এই সংঘর্ষের জেরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।