আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৮
আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিন ও রাতের বিভিন্ন সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার সুবন্ধী এলাকার হাজী তরফ আলী দেওয়ানের ছেলে দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের পাটলপাড়া এলাকার মোহাম্মদ তুলা মিয়ার ছেলে রনি (২৭), আশুলিয়ার জুরাই পশ্চিমপাড়া এলাকার মো. মোস্তালীর ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরা থানাধীন পিলগিড়ি এলাকার আ. রশীদের ছেলে শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুর থানাধীন নবগ্রাম এলাকার রেমিম মিয়ার ছেলে মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার সাইদুলের ছেলে মো. মিজানুর রহমান (৩৮), একই এলাকার আরশেদ আলীর ছেলে জাহিদুল (৩৮) এবং আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আব্দুল হালিমের ছেলে মো. শুক্কুর আলী (৪০)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পোশাক খাতে অস্থিরতার পিছনে উস্কানি, বিভিন্ন কারখানায় হামলা ভাঙচুর, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।"
আজ (২৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।