আগের দিন বাড়িতে বৈদ্যুতিক তার স্থাপন, পরদিন বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা-মেয়ের মৃত্যু
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলায় এক বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় সালামের ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
'তিনজনকে হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে,' বলেন তিনি।
নিহত সালামের চাচাতো ভাই সাইদুল জানান, শহরের জেলখানা মোড়ে একটি ফটোকপির দোকান ছিল সালামের। একদিন আগেই বাড়িতে বৈদ্যুতিক তার স্থাপনের কাজ করিয়েছিলেন তিনি।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে রুপা খাতুন ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে স্বামী সালাম ও মেয়ে সাবা বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনজনই ঘটনাস্থলে মারা যান।
ওই সময় সালামের ভাতিজা সিয়াম ঘটনাস্থলের পাশে ছিল। সে দৌড়ে গিয়ে সবার শরীরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
হাসপাতালে আহতদের নিয়ে আসা প্রতিবেশী রাজিব জানান, বিকেলে সালামের বাড়িতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চারজনকে মেঝেতে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্য সোহেল জানান, তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।