রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
জালিয়াতির মাধ্যমে শেয়ার বিক্রির চেষ্টার অভিযোগে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন।
অন্য অভিযুক্তরা হলেন রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক শাওন আহমেদ, তাহেরা আক্তার ও সিরাজ উদ্দিন খান। মো. আখতারুল ইসলাম জানান, রূপালী ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৩১ হাজার ৮৬৪টি শেয়ার জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯০৭ টাকা।
তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ পাওয়া মেলায় কমিশনের অনুসন্ধানকারী দল তাদের প্রতিবেদনে মামলা দায়েরের সুপারিশ করেছে।
গত ২৩ অক্টোবর দুদকের উপপরিচালক মো. শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক চিঠিতে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের আসামি করে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১৯ (৩ ) ধারায় অভিযোগ আনা হয়েছে।