ছাদখোলা বাসে বাফুফে ভবনে সাফজয়ী নারী দল
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নের মুকুট জেতার পরের দিন দুপুরে দেশে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।
বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। ছাদখোলা বাসে নারী দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয় সন্ধ্যা ৭টার দিকে। বিকাল ৪টার দিকে বাফুফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাসটি। বাসে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুই পাশে উপস্থিত ফুটবলপ্রেমীদের জানানো অভিনন্দনের জবাব দেন ফুটবলাররা।
নারী দলকে স্বাগত জানাতে বাফুফে ভবনে আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ বাটলার। অধিনায়ক সাবিনা এখনও কথা বলেননি।
২০২২ সালে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন বাংলাদেশের মেয়েরা। সেবারও ছাদখোলা বাসে নারী দলকে বিমানবন্দর থেকে বাফুফে নিয়ে যাওয়া হয়। যদিও এমন প্রস্তুতি ছিল না বাফুফের। ছাদখোলা বাস নিয়ে মিডফিল্ডার সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্টের পর প্রস্তুত করা হয় বাসটি। এবারও নারী দলের ফুটবলাররা বিষয়টি মনে করিয়ে করিয়েছিলেন।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দলের দুপুর ২টা ১৫ মিনিটে আসার কথা থাকলেও কিছুক্ষণ পরে এসে পৌঁছায়। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। পৌনে একটার দিকে ফুল দিয়ে সাজানো শুরু হয় বাসটি। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে এসেছেন শিরোপাজয়ীদের বরণ করে নিতে। আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম।