বগুড়ায় ৪ জেএমবি নেতা আটক
বগুড়ার মোকামতলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন (জেএমবি)’র চার শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- জেএমবির উত্তরবঙ্গের প্রধান আতাউর রহমান ওরফে আরাফাত, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, গাইবান্ধা ইউনিটের প্রধান জহুরুল ইসলাম এবং বগুড়া ইউনিটের প্রধান মিজানুর রহমান।
শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুড়তলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
এসময় তাদের কাছ থেকে ১০/১২ টি গ্রেনেড তৈরির উপকরণ, ১ টি পিস্তল, ৩ রাউণ্ড গুলি, ২ টি চাপাতি ও ১ টি চাকু জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এই চার জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে ২ টি মামলা দায়ের করা হবে এবং তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে পুলিশ।