১৭-১৮ জুলাই থেকে হজযাত্রীদের স্বাগত জানাবে সৌদি হজ কর্তৃপক্ষ
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৭ ও ১৮ জুলাই চারটি কেন্দ্রে হজযাত্রীদের গ্রহণ করা হবে। সেখান থেকেই তাদের বাসে করে মক্কার গ্র্যান্ড মসজিদে নিয়ে যাওয়া হবে।
সৌদি আরবে বাসরত ১৫০টি দেশের নাগরিকদের হজের অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট বয়সসীমার মানুষ ও এর আগে যারা হজ করেননি অগ্রাধিকার ভিত্তিতে তাদের অনুমতি দেওয়া হয়েছে। এ বছর অনুমতি পাওয়া সব হজযাত্রীদের নির্ধারিত তারিখের আগেই নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, শুক্রবার দেশটিতে কোভিডজনিত কারণে মারা যান ১৪ জন। এ নিয়ে দেশটিতে কোভিডজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৭,৯৪৭।
একই দিনে নতুন শনাক্তের সংখ্যা ছিল ১,১৩৩, ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৯০৬ জন।
দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৬৯৭ জনকে টিকা দেওয়া হয়েছে।
- সূত্র: আরব নিউজ