আরও ২ মামলায় রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে মঙ্গলবার দুটি আলাদা মামলায় প্রতিটিতে চারদিন করে রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
উভয় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই আদেশ দেন।
এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা আরেকটি মামলার তিন দিনের রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হয়।
নতুন রিমান্ড মঞ্জুর হওয়া মামলা দুটির একটি প্রতারণার, অন্যটি টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্টের।
সোমবার হেলেনার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলাটি দায়ের করেন আবদুর রহমান। জয়যাত্রা টেলিভিশনের ভোলা প্রতিনিধি পদে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে হেলেনা ৫৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে জানান রহমান।
এছাড়া বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বেশ আরও কিছু মামলা হয়েছে হেলেনার বিরুদ্ধে।
এর আগে, গত ২৯ জুলাই তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম জব্দ করে র্যাব। পরে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যে তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেয় র্যাব। বলে রাখা ভালো, হেলেনা জাহাঙ্গীর এই অনলাইন টিভির চেয়ারম্যান।