উপহারের ১৬ টন পদ্মার ইলিশ গেল পশ্চিমবঙ্গে
বুধবার সন্ধ্যায় বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ প্রবেশ করেছে ভারতে। আজ আরও ১১ ট্রাক ইলিশ ভারতে প্রবেশের কথা রয়েছে।
পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জন্য উপহার এই ইলিশ।
পূজার আগে পশ্চিমবঙ্গবাসীকে পদ্মার ইলিশ উপহার দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ। প্রতিশ্রুতি মতোই ১৬ টন ইলিশ পৌঁছেছে সেখানে।
মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা রয়েছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে তিনটি গাড়িতে ১৬ টন ইলিশ গিয়ে পৌঁছেছে।
গতবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজার আগে ইলিশ পাঠিয়েছিলেন ভারতে। এবছরও কথামতো ইলিশ গেল বাংলাদেশ থেকে।
ফলে আশা করা যায়, পূজার মধ্যে আপামর বাঙালির পাতে উঠবে বাংলার পদ্মার ইলিশ।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে তিন বছর হলো পূজার আগে উপহার হিসাবে ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। গত বছর দুই হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় যায়।
এবারে মাছ পৌঁছতে এক সপ্তাহ দেরি হয়েছে। তবে যেহেতু ভারতের স্থানীয় ইলিশের উৎপাদন এবছর কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও তাদের ইলিশের ঘাটতি মেটাবে।
ভারতের একটি মাছ আমদানিকারক সংস্থার একজন প্রতিনিধি জানান, মোট ২০০০ টন মাছ আমদানির অনুমতি রয়েছে তাদের। এই মাছ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন বাজারে তারা পৌঁছে দেবেন। খুচরা বাজারে কেজিপ্রতি মাছের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ১৭০০ থেকে ১৮০০ টাকা।
- সূত্র- হিন্দুস্তান টাইমস