ভক্তের কাণ্ডে করোনা পরীক্ষার সামনে ক্রিকেটাররা
দীর্ঘ বিরতির পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ফেরানো হয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি দিয়ে ৬১৮ দিন পর মাঠে বসে খেলা দেখার সুযোগ হয় ক্রিকেটভক্তদের। আর দর্শক ফেরার সিরিজে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। গ্যালারি থেকে লাফিয়ে মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের কাছে গিয়ে তার পায়ে চুমু খান এক ভক্ত।
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠেছেই, ভেঙেছে জৈব সুরক্ষা বলয়ও। এতে বিপাকে পড়তে হলো ক্রিকেটারদের। মাঠে ঢুকে পড়া ভক্ত ক্রিকেটারদের খুব কাছে যাওয়ায় সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসব দেবাশিষ চৌধুরী।
এই ঘটনার পর এক বল করেই মাঠ ছাড়েন মুস্তাফিজ। হঠাৎ শরীরের এক পাশে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত মাঠ থেকে বের করে নেওয়া হয়। ম্যাচের পর এই তথ্য দিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
মাঠে দর্শক ঢোকার ঘটনায় ঝুঁকি না থাকলেও ক্রিকেটারদের করোনা পরীক্ষা করতে হবে বলে জানান বিসিবির চিকিৎসক। তিনি বলেন, 'বড় কোনো ঝুঁকি আছে বলে আমরা মনে করছি না। কারণ এত বেশি ক্লোজ কন্টাক্ট হয়নি। যেহেতু গ্যালারিতে আসা দর্শকরা সবাই ভ্যাকসিন নিয়েছেন এবং ঘটনাটা খোলা হাওয়ায় হয়েছে, তাই তেমন ঝুঁকি নেই।'
'তবে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমি যতটুকু বুঝতে পারছি সবারই একটা কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। কোভিড প্রোটোকোল ম্যানেজার আছে, আইসিসির লোক আছে। তারা মিলে সিদ্ধান্ত নেবেন।' যোগ করে দেবাশিষ চৌধুরী।
দ্বিতীয় টি-টোয়েন্টির ১৩তম ওভারের খেলা তখন শেষ, নতুন ওভার করার জন্য বোলিং প্রান্তে পৌঁছেছেন মুস্তাফিজ। এমন সময় উত্তর গ্যালার দিকে সবার নজর আটকে যায়। বাউন্ডারি রোপের বাইরে একজনকে ধরার চেষ্টা করছিলেন মাঠকর্মীরা।
মুস্তাফিজ ভক্তের ক্ষীপ্রতার সঙ্গে কুলিয়ে উঠতে পারেননি মাঠকর্মীরা। শরীরের দোলায় সবাইকে ফাঁকি দিয়ে বাউন্ডারি ব্যানারের ওপর দিয়ে লাফিয়ে মাঠে ঢুকে পড়েন তিনি। মুস্তাফিজ এটা দেখে দৌড়ে দলের অন্যান্য ক্রিকেটারের কাছে যাচ্ছিলেন। এর মধ্যে মুস্তাফিজের কাছে পৌঁছে যান তিনি। গিয়েই উপুড় হয়ে বসে মুস্তাফিজের পায়ে চুমু খান তিনি। এ সময় ভক্তের মাথায় হাত বুলিয়ে দেন মুস্তাফিজ।