৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
স্বাস্থ্যবিধি মেনে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকদের এক সম্মেলন ও প্রীতি-সম্মেলন (গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ৩৩ সদস্যবিশিষ্ট ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. খোরশেদ আলম রাসেল (প্রধান শিক্ষক, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা) এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হান আহমেদ (প্রধান শিক্ষক, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী) নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত অ্যাসোসিয়েশনের সদস্যরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে বর্তমান কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে ৩৪তম বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রধান শিক্ষকরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।