খাকি প্যান্ট: ব্রিটিশ সামরিক পোশাক থেকে যেভাবে সাধারণের পরিধেয় হয়ে দাঁড়াল

কার্পাসের কাপড়কে স্থানীয় এলাকার কাদার সঙ্গে মিশিয়ে প্রথমদিকে খাকি ইউনিফর্ম তৈরি করা হতো। ২০ শতকের শুরুতে এসব পোশাক ব্রিটিশ বাহিনী ইংল্যান্ড থেকে আনা শুরু করে।