বাংলাদেশে একজন বামন-মানুষ হওয়ার যত বিড়ম্বনা!

খর্বাকৃতির শারীরিক এ গঠনকে ‘একন্ড্রোপ্লাসিয়া’ (হাড়ের বৃদ্ধি সংক্রান্ত জটিলতা যা জিনগত মিউটেশনের কারণে হয়ে থাকে) বলা হয়। এটি স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করে না।