সার্কাস থেকে পালিয়ে মাদ্রিদের রাস্তায় উটের দল
শুক্রবার রাতে এক অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হয় স্প্যানিশ পুলিশ। সে রাতে একটি সার্কাস থেকে বেশ কয়েকটি উট ও একটি লামা পালিয়ে গিয়ে মাদ্রিদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল।
মাদ্রিদের গ্রান সারকো কুইরোসের আটটি উট ও একটি লামাকে স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দেখতে পায় পুলিশ। পুলিশ অফিসাররা পরে নিরাপদে প্রাণীগুলোকে পৌঁছে দেয়।
এক টুইটার বার্তায় ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির পুলিশ ডিপার্টমেন্ট। #উইলাভঅ্যানিমালস হ্যাশট্যাগ দিয়ে প্রাণীগুলোর ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করা হয়।
সার্কাস প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রাম পেজে প্রাণীগুলো ভালো আছে বলে জানিয়েছে।
মূলত মধ্য এবং পূর্ব এশিয়াই ব্যাক্ট্রিয়ান উটের আবাসস্থল। সাধারণত মরুভূমির পরিবেশেই বেশি অভ্যস্ত প্রাণীগুলো। যদিও এসব উট প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম। এ প্রজাতির উটগুলোর বেশিরভাগই বর্তমানে গৃহপালিত।
- সুত্র: সিএনএন