পোষা প্রাণীকে তীব্র গরম থেকে বাঁচাতে পরিধানযোগ্য ফ্যান বাজারে আনলো জাপান
জাপানে গ্রীষ্মের তীব্র গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত, প্রচন্ড দাবদাহে প্রতি মুহূর্তেই যেন শরীর থেকে ঝরছে ঘাম। এমন অবস্থায় মানুষেরা নিজেদের শরীর ঠান্ডা রাখার নানারকম উপায় বের করতে পারলেও, পশু-পাখির সেই উপায় নেই। তাই বিশেষ করে, পোষা প্রাণীদের কথা বিবেচনা করে, একদল পশুচিকিৎসকের সাথে মিলে পরিধানযোগ্য ফ্যান তৈরি করেছে টোকিওর একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান।
এই বিশেষ ডিভাইসে রয়েছে ব্যাটারিচালিত ৮০ গ্রাম ওজনের একটি ফ্যান যা একটি জাল জাল বুননের পোশাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পোষা প্রাণীর শরীরে এটি পরিয়ে দিলেই তার শরীরের চারদিকে বাতাস লাগবে।
মাতৃত্বকালীন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান সুইট মাম্মি'র প্রেসিডেন্ট রেই উজাওয়া জানান, বাইরের প্রচন্ড গরমে হাঁটতে বেরোলে নিজের পোষা প্রাণী চিহুয়াহুয়ার হাঁসফাঁস অবস্থা দেখেই ফ্যান বানানোর কথা তার মাথায় আসে।
তিনি বলেন, "এবছর কোনো বর্ষা ছিল না বললেই চলে। গরমের দিন বেশ আগেভাগেই চলে এসেছে এবং সেই দিক বিবেচনায় আমার মনে হয়, এটা বর্তমান বাজারে খুবই কার্যকরী পণ্য।"
গত জুনে টোকিওতে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটার পর থেকে শহরে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। পুরো নয়দিন শহরে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
পুডিং নামের একটি মিনিয়েচার পুডল এবং ম্যাকো নামের একটি টেরিয়ারের মালিক মামি কুমামোতো বলেন, "আমি আমার কুকুরের শরীর ঠান্ডা রাখতে আইস প্যাক ব্যবহার করতাম। কিন্তু গায়ের সাথেই যদি ফ্যান জুড়ে দেওয়া যায়, তাহলে ওর হাঁটাচলা করতে আরো সুবিধা হবে!"
জুলাইয়ের শুরুর দিকে পোষা প্রাণীদের জন্য এই পরিধানযোগ্য ফ্যান বাজারে এনেছে সুইট মাম্মি। এরই মধ্যে তারা ফ্যানটির ১০০ অর্ডার পেয়েছেন বলে জানান উজাওয়া। বলে রাখা ভালো, ফ্যানটি পাওয়া যাবে ৫টি আলাদা আকারে এবং এটির দাম পড়বে ৯৯০০ ইয়েন (৭৪ ডলার)।
সূত্র: রয়টার্স