নিজেকে নেকড়ের মতো দেখাতে ৩০ লাখ ইয়েন ব্যয় করলেন জাপানি যুবক!
নিজেকে অন্যদের চেয়ে আলাদা দেখাতে অনেকেই অনেক কিছু করে থাকেন, অনেক টাকাপয়সাও ব্যয় করেন নিজের শরীরের পেছনে। কিন্তু কোনো মানুষ নিজেকে নেকড়ের মতো দেখাতে চায় এমন অদ্ভুত কথা কি কখনো শুনেছেন? অবিশ্বাস্য হলেও সত্য, জাপানের এক যুবকের মনোবাসনা ঠিক সেটাই! নিজেকে নেকড়ের মতো দেখাতে তিনি জাপানি মুদ্রায় ৩,০০০,০০০ ইয়েন ব্যয় করেছেন! খবর এনডিটিভির।
নিজের এমন অদ্ভুত শখ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ যুবক বলেন, "ছোটবেলা থেকে বন্য প্রাণীদের প্রতি ভালোবাসা এবং টিভির পর্দায় রিয়েলিস্টিক অ্যানিমেল স্যুট দেখতে দেখতেই আমার ইচ্ছা হয়েছিল যে, একদিন আমিও 'এদের মতো' হবো।"
তবে বিশেষ এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তাকে বহুবার দর্জির কাছে যেতে হয়েছে। তার জন্য নেকড়ের কস্টিউমটি তৈরি করেছে 'জেপেট' নামক একটি প্রতিষ্ঠান। এটি তৈরি করতে ৫০ দিন সময় লেগেছে তাদের। আর ফলাফল দেখে গ্রাহকও ভীষণ খুশি। তিনি জানিয়েছেন, কস্টিউমটি একেবারে তার মনের মতো হয়েছে।
"চূড়ান্ত ফিটিং এর সময় কস্টিউমটি পরার পর আমি আয়নায় নিজেকে দেখে চমৎকৃত হয়েছি! এটা ছিল আমার স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। 'সত্যিকারের নেকড়ের মতো দেখতে হবে' বলে যে অর্ডার দিয়েছিলাম আমি সেভাবে কস্টিউম বানানোটা কঠিন ছিল, কিন্তু তারা একদম আমার কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে", বলেন ওই যুবক।
তিনি আরও যোগ করেন, "শুধু যে আমার পছন্দমাফিক কস্টিউমটি ডিজাইন করা হয়েছে তা নয়, সেই সাথে পরিধানকারীর আরামের জন্য বাতাস চলাচলের ব্যবস্থা এবং কারো সাহায্য ছাড়াই এটি গায়ে দেওয়ার ব্যবস্থা রাখার ফলে আমার মনে হয়েছে, আমি ডিজাইনারদের যে টাকাটা দিয়েছি তা স্বার্থক হয়েছে।"
তবে 'জেপেট'- এর জন্য কোনো পশুর আদলে কস্টিউম তৈরি এবারই প্রথম নয়। এর আগেও টোকো নামের জনৈক ব্যক্তি নিজেকে কুকুরের মতো দেখাতে প্রায় ১৯ লাখ ইয়েন ব্যয় করে এই প্রতিষ্ঠানকে দিয়ে কস্টিউম বানিয়ে নিয়েছিলেন।