পঞ্চদশ শতাব্দীর চীনা বাক্স পাওয়া গেল ধুলোপড়া কেবিনেটে, উঠবে নিলামে
ঘর সাজানোর একটি চীনা বাক্স নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই বাক্সটির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন মেজরের সম্পর্ক রয়েছে।
পঞ্চদশ শতকের চীনা সম্রাট জুয়ান্দের জন্য তৈরি এই বাক্সটি ১৯৬৭ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা মেজর এডওয়ার্ড কপলস্টোন র্যাডক্লিফের পরিবারের বাড়ির চিলেকোঠায় পড়ে ছিল। ১৯৪৬ সালে লন্ডনের একটি নিলাম থেকে র্যাডক্লিফ বাক্সটি কিনেছিলেন। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল আর্ট গ্যালারির এক চৈনিক শিল্প প্রদর্শনীতেও এই বাক্সটি প্রদর্শিত হয়েছিল বলে জানা যায়।
১৯৬৭ সালে র্যাডক্লিফের মৃত্যুর পর থেকে বাক্সটি তার বাড়ির চিলেকোঠায় পড়ে ছিল বলে জানা যায়, যা গত ৫০ বছরেরও বেশি সময় ধরে কেউ স্পর্শ করেনি।
মিং রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন জুয়ান্দে, যিনি ১৪২৬ সাল থেকে ১৪৩৫ সাল পর্যন্ত প্রায় এক দশক রাজত্ব করেছিলেন। সম্রাট জুয়ান্দের জন্য এ ধরনের পাঁচটি বাক্স তৈরি হয়েছে বলে জানিয়েছে এক অ্যান্টিক সংগ্রহের ম্যাগাজিন। এগুলোর মধ্যে দুটো বাক্স জাদুঘর ব্যতীত অন্য জায়গায় রয়েছে, যার মধ্যে এটি একটি। অর্থাৎ, এই বাক্স খুবই বিরল।
রঙিন বাক্সটিতে ডালিম এবং সোনার ডালের অলঙ্করণ করা রয়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমান সময়ে এর মূল্য প্রায় ১০ হাজার মার্কিন ডলার। নিলাম কোম্পানি ড্রেউইয়াটসের চীনা ও এশিয়ান শিল্প বিশেষজ্ঞ ড. ইংয়েন টাওয়ের মতে, "বাক্সটি সম্ভবত সম্রাটের জন্যই তৈরি করা হয়েছিল।"
"এই পাঁচটি বাক্সই যে একই কারখানায় তৈরি করা হয়েছে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সবগুলো বাক্সের নিচে এবং কভারের ভেতরে জুয়ান্দের শাসনামলের ছাপ দেওয়া আছে। তাছাড়া প্রতিটি বাক্সের আকার ও ডিজাইন একইরকম। তাই নির্দ্বিধায় বলা যায় এটি আসল।"
ড্রেউইয়াটসের এশিয়ান সিরামিকস অ্যান্ড ওয়ার্কস অফ আর্ট-এর ডিরেক্টর মার্ক নিউসটেড জানান, "বাক্সটি আসল জিনিস দেখে খুব ভাল লাগছে। প্রথমে অনুমান করা হয়েছিল এটা সপ্তদশ শতাব্দীর। কিন্তু বাস্তবে এটা আরও পুরনো। সামান্য মলিন দেখালেও এর দাম আরও বেড়ে যাবে বলে মনে হয়।"
২০২৩ সালের মে মাসে ড্রেউইয়াটসের নিলামে বাক্সটিকে ওঠানো হবে।
সূত্র: ফক্সনিউজ