সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, যানজটে স্থবির ঢাকা
আজ (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামি দল উলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা মহাসম্মেলনকে কেন্দ্র করে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
আমাদের সংবাদদাতারা এফডিসি, মগবাজার, কারওয়ান বাজার ও শাহবাগের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বহির্গমন র্যাম্পে তীব্র যানজটের কথা জানিয়েছেন।
খামারবাড়ি এলাকায় যানজটে আটকে থাকা অফিস কর্মী তামিম বলেন, "এটি একটি দুঃস্বপ্ন। আমি জানি না, তারা এই সমাবেশের মাধ্যমে ভবিষ্যতে কী অর্জন করতে চায়। কিন্তু তাদের এই কর্মসূচি যাত্রীদের মূল্যবান সময় নষ্ট করছে।"
তিনি প্রশ্ন করেন, "আমাদের ক্ষতির দায় কে নিবে?"
অন্য এক অফিস কর্মী আবদুর রহমান বলেন, "কেউ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে বা শাহবাগ মোড়ে অবরোধ করলে প্রত্যেকবার এমনটা ঘটে। সাধারণ মানুষ প্রতিবারই ভোগান্তির শিকার হয়। কিন্তু এই সমাবেশ বা সম্মেলনের আয়োজনকারীরা রাজনৈতিক দল বা যাই হোক, আসলে কিছুই পরোয়া করে না।"
ফার্মগেট এলাকার যানজটে সিএনজিতে বসে থাকা অবস্থায় তিনি জিজ্ঞাসা করেন, "এর কী কোনো বিকল্প নেই?"
আজ সকাল ৯টায় শুরু হওয়া সমাবেশে দেশের ৪১ জন ইসলামি পণ্ডিত উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমদ কাসেমী এবং আল্লামা আবদুল হামিদ।
৩ নভেম্বর, রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসলামি পণ্ডিত ও অনুসারীদের মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থানের মানুষদের সমাবেশস্থলে পৌঁছাতে দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে ঢাকায় লোকদের নিয়ে আসা খালি বাসগুলো সমাবেশস্থলের কাছে রাস্তায় পার্ক করা ছিল।
সকালে মেট্রো স্টেশনগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভীর দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বড় জমায়েতের কারণে চারপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে পুরো শহরের যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।