ছবি নয় জাদুঘরকে খালি ক্যানভাস বিক্রি করা শিল্পীকে ৬৭ হাজার ইউরো ফেরতের নির্দেশ
২০২১ সালে ডেনমার্কের কুন্সটেন জাদুঘর কর্তৃপক্ষ ক্যানভাসে ব্যবহার করতে এক শিল্পীকে ৮৩ হাজার মার্কিন ডলার সমমূল্যের ক্রোনার নোট দিয়েছিল। মূলত শিল্পীর কাজ ছিল ঐ নোটগুলো যুক্ত করে ডেনমার্ক এবং অস্ট্রিয়াতে বার্ষিক আয় সম্পর্কিত দুটি নতুন ছবি আঁকা। খবর বিবিসির।
কিন্তু শিল্পী সেই ছবি না এঁকে বরং জাদুঘরে দুটি খালি সাদা ক্যানভাস পাঠিয়ে দিয়েছিলেন। আর অর্থগুলো করেছিলেন আত্মসাৎ। অভিযুক্ত শিল্পী জেনস হ্যানিং নিজেই এই প্রজেক্টের নাম দিয়েছিলেন 'অর্থ নাও এবং পালাও'।
এমতবস্থায় স্বাভাবিকভাবেই অর্থ ফেরত চেয়ে মামলা করে বসে জাদুঘর কর্তৃপক্ষ। মামলায় প্রদত্ত ৫ লাখ ৩৪ হাজার ক্রোনারের পুরোটাই ফেরতের দাবি করা হয়।
অবশেষে গতকাল (সোমবার) কোপেনহেগেনের আদালত জাদুঘরের পক্ষেই মামলাটির রায় দিয়েছে। তবে রায়ে সম্পূর্ণ অর্থ ফেরত নয় বরং ঐ শিল্পীকে প্রায় পাঁচ লাখ ক্রোনার (৬৭ হাজার ইউরো) ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।
জাদুঘরটির ডিরেক্টর লাসে অ্যান্ডারসন জানান, ২০২১ সালে খালি সাদা ক্যানভাস দুটি দেখে তিনি নিজের হাসি থামিয়ে রাখতে পারেননি। তবুও তিনি এই কাজগুলো প্রদর্শনের সিদ্ধান্ত নেন।
সেই সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে লাসে অ্যান্ডারসন বলেন, "শিল্পীর এমন কর্মকাণ্ড আমার কর্মীদের চমকে দিয়েছিলো। একইসাথে আমিও কিছুটা অবাক হয়েছিলাম। আমি হেসেছিলাম, কারণ এটি সত্যিই হাস্যকর ছিল।"
আদালতের নির্দেশের পর শিল্পী হ্যানিং বলেন, "রায়ের বিরুদ্ধে আমি আর আপিল করবো না। কিন্তু রায়টি আমাকে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। যেখানে আমি সত্যিই জানি না যে, আমাকে কী করতে হবে!"
শিল্পী হ্যানিং আরও জানান, ইস্যুটিতে জাদুঘর কর্তৃপক্ষ যে পরিমাণ অর্থ খরচ করেছে, তার চেয়ে অনেক বেশি আয় করেছে। কেননা ঘটনাটি বেশ প্রচারিত হয়েছে।