মুক্তির পরই ফ্লপ এ কাল্ট ক্লাসিক, হলে ভাঙচুর করে ক্ষুব্ধ দর্শক, ফের ডাব করতে হয় অমিতাভকে
অমিতাভ বচ্চন অনেক বিখ্যাত ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। এসব ছবি আজ ক্লাসিকের মর্যাদায় আসীন। তবে এ তারকার অভিনীত একটি ছবির বাণিজ্যিক ব্যর্থতা ছিল তার ক্যারিয়ারে অন্যতম বড় ধাক্কা।
হলিউডের একটি কাল্ট ক্লাসিক অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তির পর ভক্তরা ক্ষুব্ধ হয়ে প্রেক্ষাগৃহের আসন ভাঙচুর করে। ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অমিতাভ বচ্চন। পরবর্তীকালে সিনেমাটি অন্যতম সেরা গ্যাংস্টার ড্রামার মর্যাদা পায়। সেই ছবির নাম 'অগ্নিপথ'।
এই ছবির গল্প আবর্তিত হয়েছে বিজয় নামের এক তরুণকে কেন্দ্র করে। বহু বছর আগে বিজয়ের বাবাকে হত্যা করা কাঞ্চার ওপর তার প্রতিশোধের গল্প উঠে এসেছে এ ছবিতে। প্রতিশোধের এই গল্পটি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে যায়।
'অগ্নিপথ'-এ অমিতাভ বচ্চন ছাড়াও মিঠুন চক্রবর্তী, টিনু আনন্দ, নীলম কোঠারি, ড্যানি ডেনজংপা ও অর্চনা পুরাণ সিং অভিনয় করেছেন। স্মরণীয় সব সংলাপ ও শক্তিশালী অভিনয় ছবিটিকে আরও স্মরণীয় করে তুলেছে।
এ ছবির জন্য অমিতাভ সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছিলেন।
সম্প্রতি টিভি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র (কেবিসি) দীপাবলি স্পেশাল এপিসোডে অমিতাভ বচ্চন 'অগ্নিপথ' নিয়ে এক আকর্ষণীয় গল্প শেয়ার করেন। পরিচালক রাজ-ডিকে ও অতিথি বরুণ ধাওয়ানের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, বিজয় দীননাথ চৌহান চরিত্রটির জন্য তিনি কণ্ঠের অনেক মড্যুলেশন (কণ্ঠের ওঠানামা) ব্যবহার করেছিলেন। কিন্তু দর্শকরা ছবিটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরদিনই তাকে স্বাভাবিক কণ্ঠে ফের ডাব করতে হয়েছিল।
বরুণ ধাওয়ান জানতে চেয়েছিলেন, বিজয়ের জন্য অমিতাভের তার কণ্ঠ কীভাবে পরিবর্তন করেছিলেন।
অমিতাভ বলেন, 'একটা মজার ব্যাপার বলি। কিছু কিছু জিনিস অপ্রত্যাশিতভাবে ঘটে। প্রথমদিনের শুটিংয়ে আমি ঠিক করিনি চরিত্রটি কীভাবে উপস্থাপন করব। তখন মেকআপ রুমে বসে মুকুল আনন্দকে ডেকে বললাম, বিজয় চরিত্রটিকে আমি স্বকীয়, গভীর কণ্ঠ দিতে চাই। তিনি তাতে সম্মতি দেন।'
তিনি জানান, সুরকার জুটি কল্যাণজি-আনন্দজির বাড়িতে এরকম ভারী কণ্ঠের এক লোক আসতেন প্রায়ই। তাই অমিতাভ ভাবলেন, এই মানুষটার মতো করে কণ্ঠ দিলে কেমন হয়? পরে জানতে পারেন, ওই লোকটি আন্ডারওয়ার্ল্ডের—অপরাধজগতের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। তার এ বৈশিষ্ট্য বিজয় চরিত্রটির সঙ্গে পুরোপুরি মিলে যায়।
তবে 'অগ্নিপথ' মুক্তি পাওয়ার পর অমিতাভের কথা বলার ধরন দর্শকরা ভালোভাবে নেয়নি।
সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে এ অভিনেতা বলেন, 'ছবিটি মুক্তির পর প্রযোজক আমাকে জানালেন প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দর্শকরা আসন ভাঙচুর করে সাউন্ড ডিপার্টমেন্টকে বলছিলেন, "এটা অমিতাভের কণ্ঠ নয়, সাউন্ড সিস্টেম ঠিক করো!" এ কারণে আমি ছবিটি স্বাভাবিক কণ্ঠে আবার ডাব করি। তবে প্রথম কণ্ঠটি ব্যাপক প্রভাব ফেলেছিল।'
কেবিসির এ পর্বে অমিতাভ 'অগ্নিপথ' থেকে বিখ্যাত স্বগতোক্তিমূলক সংলাপও শোনান সবাইকে।