‘ডাইনোসর যুগের পর সবচেয়ে বড় গণবিলুপ্তির দিকে এগুচ্ছে পৃথিবী’
এক দশকের মধ্যে ডাইনোসর যুগের পর পৃথিবী সবচেয়ে বড় গণবিলুপ্তির মধ্য দিয়ে যাবে বলে দাবি করেছে পরিবেশবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)।
এ সময়ে লাখ লাখ উদ্ভিদ ও প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে জানিয়েছে সংস্থাটি।
২০২১ সালের বর্ষসমাপনী প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে হাতি, মেরু ভালুক, হাঙ্গর, ব্যাঙ, মাছ; সব প্রাণীই এখন হুমকির মধ্যে রয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, 'আগামী দশকের মধ্যে প্রায় ১০ লাখ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হবে ডাইনোসর যুগের পর সবচেয়ে বড় গণবিলুপ্তির ঘটনা।'
বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর রেড লিস্টে রয়েছে ১ লাখ ৪২ হাজার ৫০০টি প্রজাতি, এর মধ্যে ৪০ হাজারই 'বিলুপ্তি হুমকির মুখে'।
১৯৬৪ সালে তালিকা শুরু করার পর থেকে এরচেয়ে বেশি সংখ্যক প্রজাতি কখনোই রেড লিস্টে ছিল না।
বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে আফ্রিকান বন্য হাতি। গত ৩১ বছরে এই প্রজাতির প্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে ৮৬ শতাংশ। এদিকে আর্কটিক মহাসাগরের বরফ গলার কারণে মেরু ভাল্লুকও বিলুপ্তির হুমকির মুখে।
ডব্লিউডব্লিউএফ 'বিশ্বব্যাপী প্রজাতি বিলুপ্তি ভয়ঙ্কর হারে বেড়ে চলেছে' বলে সতর্ক করে নতুন বৈশ্বিক সংরক্ষণ চুক্তির আহ্বান জানিয়েছে।
সূত্র: ডেইলি মেইল।