কঠোর লকডাউনে চালু রয়েছে ৩২০ কারখানা
সরকার ঘোষিত কঠোর লকডাউনের আওতার বাইরে থাকা জরুরি ও জনগুরুত্বপূর্ণ ৩২০টির অধিক কারখানা আজ সোমবার পুনরায় চালু হয়েছে।
কারখানাগুলোর তালিকার মধ্যে রয়েছে- ওষুধ, খাদ্য, অক্সিজেন, বিদ্যুৎ, চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং চিকিৎসা যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা।
শিল্পাঞ্চল পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, "সরকারের প্রজ্ঞাপনে অনুমতিপ্রাপ্ত কারখানার বাইরে অন্য কোনও কারখানা চালু করার চেষ্টা করা হলে তাদের জরিমানা করা হচ্ছে।"
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সোমবার শিল্পাঞ্চল পুলিশের আওতাভুক্ত এলাকায় ৩২০ থেকে ৩৩০টি কারখানা চালু রয়েছে।"
অবৈধভাবে কারখানা চালু করায় রোববার দুটি পোশাক কারখানা এবং সোমবার সকালে একটি স্পোর্টস আইটেম তৈরির কারখানা মালিককে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আরোপিত কঠোর লকডাউনে সরকার ওষুধ, খাদ্য, অক্সিজেন, বিদ্যুৎ, চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং চিকিৎসা যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এসময় অন্যান্য সকল কারখানা বন্ধ থাকবে।