তেলের দাম না বাড়ালে উন্নয়ন কাজ ব্যাহত হবে: অর্থমন্ত্রী
জ্বালানি তেলের দাম না বাড়ালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ব্যাহত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, "সরকার টাকা প্রিন্ট করে না। তাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়, বাড়তি দাম জনগণের সঙ্গে শেয়ার করা হয়েছে। এক্ষেত্রে সরকারের পক্ষে যেটুকু ভর্তুকি বহন করা সম্ভব, সেটুকু ভর্তকি দেবে। বাকিটা জনগণকে বহন করতে হবে।"
তিনি বলেন, "দাম সমন্বয় না করলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ব্যাহত হবে। দেশ অনেক পিছিয়ে যাবে।"
৭ বছরে বিপিসির ৪৩ হাজার কোটি টাকা মুনাফার সময় কেন দাম কমানো হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, তখন তেলের দাম অনেক কম ছিল।
কোভিডে মানুষ বেকার হেয়ছে, আয় কমেছে, বাজারে পণ্যের দাম বেড়েছে, এমন সময় তেলের দাম এতোটা বাড়ানো যৌক্তিক কিনা, এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেন, "পুরোটাই যৌক্তিক। তেলের দাম সরকার বাড়ায়নি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে। জাহাজ ভাড়া বেড়েছে। তেল আমদানিতে ব্যয় ও স্থানীয় দর আগামী সপ্তাহে তুলে ধরবো।"
গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলেছে, বাস ভাড়ার ৪০ শতাংশ তেলের উপর নির্ভর করে। সে হিসাবে ভাড়া ১০ শতাংশ বাড়তে পারে। কিন্তু বেড়েছে ২৭ শতাংশ।
সিপিডি'এ এই ব্যাখার জবাবে মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভাড়া পর্যালোচনার অনুরোধ জানাবেন তিনি।