ডলারের বিপরীতে টাকার মান কমলো ৫০ পয়সা
আন্তঃব্যাংক লেনদেনে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা।
আন্তঃব্যাংক লেনদেনে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা।
গতকাল বুধবার যা ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, (বাজারে ডলার সরবরাহ করতে) বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক ৭০ মিলিয়ন ডলার বিক্রি করেছে।
গত বছরের ২১ জুলাই প্রতি ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, এক বছরে টাকার মান ১১ দশমিক ৩৮ শতাংশ কমেছে।