ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সোমবার (১২ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ খবর নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে।
সম্প্রতি ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে ঋণ বিতরণে বড় অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতেই ব্যাংক দুটিতে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ এই দুই ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
শরিয়াহভিত্তিক ব্যাংক দুটিতে এই এস আলম গ্রুপের শেয়ার আছে। গ্রুপটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যও।
আর্থিক কেলেঙ্কারির কারণে ঋণদাতার আর্থিক অবস্থার অবনতি হলে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের শীর্ষ কর্মকর্তাদের ওই ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে।
আর্থিক খাতে কর্পোরেট সুশাসন পুনরুদ্ধার করতে সর্বশেষ এই দুই ব্যাংকসহ এখন পর্যন্ত নয়টি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে গত ৪ ডিসেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ঋণ বিতরণে অনিয়মের প্রতিবেদন তদন্তের নির্দেশ দেন।
হাইকোর্ট স্বতঃপ্রণোদিত বিধি জারি করে ঋণ নিয়ে লেনদেন করা কর্মকর্তাদের নাম ও ঠিকানা জমা দেওয়ার জন্যও অভিযুক্ত ব্যাংকগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৫ এপ্রিলের মধ্যে তাদের ফলাফল জমা দিতে বলা হয়েছে।
হাইকোর্ট বেঞ্চ এস আলম গ্রুপপের কাছে আইবিবিএল থেকে ৩০ হাজার টাকা নেওয়ার ওপর করা প্রতিবেদনগুলোরর ব্যাখ্যা চেয়েছেন।