মানি এক্সচেঞ্জ হাউজগুলোতে বিশেষ অভিযান চালাচ্ছে সিআইডি
এর আগে ডলারের মূল্য নির্ধারণের ইস্যুতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে বেশ কয়েকটি অভিযান চালায় সিআইডি।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার পাঁচটি এলাকায় মানি এক্সচেঞ্জ হাউজে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ডলারের মূল্য নির্ধারণ সংক্রান্ত এবং হুন্ডির (বিদেশ থেকে অবৈধ অর্থ স্থানান্তর) সুবিধা দেওয়ার অভিযোগে অভিযান চালানো হচ্ছে গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনা এবং পল্টন এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান টিবিএসকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ডলারের মূল্য নির্ধারণের ইস্যুতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে বেশ কয়েকটি অভিযান চালায় সিআইডি।