সাবেক এমডি মেহমুদ হোসেন আবার ন্যাশনাল ব্যাংকে যোগ দিচ্ছেন
বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগের ১০ দিনের মাথায় মো. মেহমুদ হোসেন আবার একই পদে ফিরতে চলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রোববার (২৯ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার তাকে ডেকে আবার ন্যাশনাল ব্যাংকে যোগদান করতে বলেছেন। এতে তিনি সায়ও দিয়েছেন বলে জানা গেছে।
খারাপ অবস্থায় থাকা ব্যাংকটির ভাবমূর্তি ফেরাতেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক টিবিএসকে বলেন, 'মেহমুদ যে পদত্যাগপত্র দিয়েছিলেন, সেটি গ্রহণ করা (ব্যাংকের বোর্ড সভায়) হয়েছে বলে আমরা শুনিনি। ফলে তিনি এখনো এমডি পদে বহাল আছেন, এখানে নতুন করে যোগদানের কিছু নেই'।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মেহমুদ হোসেনকে কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, 'এটা একটা রেগুলার কনভার্সেশন। এনিয়ে আলাদা করে কিছু বলার নাই। উনি এসে গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন'।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেন মুখপাত্র।
গত ১৬ জানুয়ারি ব্যবস্থাপনা কমিটির সাথে দেখা করার পর, ১৮ জানুয়ারি ন্যাশনাল ব্যাংক থেকে মেহমুদ হোসেন পদত্যাগ করেন।
এরপর গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়- তাকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়নি, বরং তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকে সিকদার পরিবারের হস্তক্ষেপের কারণে পদত্যাগ করতে বাধ্য হন মেহমুদ হোসেন।