জ্বালানি তেলে নির্দিষ্ট শুল্কারোপ করবে সরকার
আগামী অর্থবছর থেকে ১৩ ধরনের জ্বালানি পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বদলে সুনির্দিষ্ট শুল্ক আরোপ করবে সরকার। প্রতি লিটারে নতুন এই শুল্ক হতে পারে সর্বোচ্চ ১৩.৭৫ টাকা।
আজ (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংসদে বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
কেরোসিন, লাইট ডিজেল, মোটর স্পিরিট এবং জেট ফুয়েলসহ ১১ ধরনের পেট্রোলিয়াম পণ্যে প্রতি লিটারে নির্দিষ্ট শুল্ক হবে ১৩.৭৫ টাকা।
বর্তমানে ১২ ধরনের জ্বালানির শুল্ক হার ১০%। আসন্ন বাজেটে সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হলে তা খুচরা মূল্যে বেশি প্রভাব ফেলবে বলে জানা গেছে অর্থমন্ত্রীর সূত্র থেকে।
পেট্রোলিয়াম তেল এবং বিটুমিনাস খনিজ থেকে প্রাপ্ত তেলের উপর বিদ্যমান শুল্ক ৫%। নতুন বাজেট অনুযায়ী এসবের প্রতি ব্যারেলের দাম ১,১১৭ টাকা (লিটার প্রতি ৭.০২ টাকা) হতে পারে।
প্রতি টন ফার্নেস অয়েলের সুনির্দিষ্ট শুল্ক ৯,১০৮ টাকা (লিটার প্রতি ৯.১০ টাকা) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে বিদ্যমান ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এই পদক্ষেপ মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলে তারা আশা করছেন।
কর্মকর্তারা মনে করছেন, আগাম কর কমানো হলে অপরিশোধিত তেল, ডিজেল, জেট ফুয়েল, কেরোসিন ও বেস অয়েলের দাম কমবে।