হুন্ডির প্রভাবে মে মাসে রেমিট্যান্স কমেছে ১০.২৭ শতাংশ
খোলাবাজারের ডলারের দাম বেশি ও হুন্ডির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাতে মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১০.২৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরের মে মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১.৬৯ বিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১.৮৮ বিলিয়ন ডলার।
ব্যাংকাররা বলেন, দেশের ব্যাংকিং চ্যানেলে ডলারের সংকট থাকার কারণে অনেক ব্যবসায়ী হুন্ডির মাধ্যমে বিদেশি উৎস থেকে ডলার সংগ্রহ করছে। এছাড়া খোলাবাজারের তুলনায় ডলারের দাম কম থাকায় রেমিট্যান্স কম এসেছে বলে জানান তারা।
বর্তমানে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ১০৮.৫০ পয়সার সঙ্গে ২% প্রণোদনা পাচ্ছে। যদিও দেশের খোলাবাজারের বর্তমান ক্যাশ ডলার রেট ১১১-১৩ টাকা। এছাড়া বিদেশের মার্কেটে ক্যাশ ডলার ১১৫-১৬ টাকা পাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, দেশের ব্যাংকিং চ্যানেলে ডলারের সংকট রয়েছে। এর মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী মার্কেটে ডলার না পেয়ে বিদেশি হুন্ডি মার্কেট থেকে ডলার সংগ্রহ করেছে যার কারণে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স কম আসছে।