দেশের বাইরে কার্ড দিয়ে ক্যাশ উত্তোলন বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক
বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক দেশের বাইরে তাদের কার্ড ব্যবহার করে সব ধরনের ক্যাশ উত্তোলন বন্ধ করেছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে গ্রাহকদের এ তথ্য জানায় ব্যাংকটি।
গতকাল জারি করা ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ ডিসেম্বর) থেকেই এই স্থগিতাদেশ কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।'
তবে ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ভ্রমণ কোটার মধ্যে পয়েন্ট অভ সেল (পিওএস) টার্মিনাল এবং ই-কমার্স সেবার মাধ্যমে যেকোনো ধরনের বৈধ কেনাকাটা করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।