এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক কবে থেকে জানাতে পারলেন না অর্থমন্ত্রী
এমপিদের গাড়ি আমদানিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ২৫ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে ঠিক কবে থেকে এটি কার্যকর হবে তা সুনির্দিষ্ট করে জানাননি তিনি। আর এটি জানতে চাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী।
আজ শুক্রবার বিকেলে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান যে এমপিদের গাড়ি আমদানিতে কবে থেকে শুল্ক কার্যকর করা হবে। উত্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, 'বাজেটে আইন সংশোধনের কথা বলাই রয়েছে, এটা করতে হবে। এখন আপনি বললেন আর আমি করে ফেলব, সেটা তো হয় না।'
তবে এমপিদের গাড়িতে শুল্ক নিয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, 'সংসদ সদস্যদের বিনাশুল্কে গাড়ি আনার সুবিধা যখন দেওয়া হয়, তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগ বন্ধ করা বেশ কষ্টসাধ্য।'
তিনি বলেন, 'এই সরকার এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা একটি কঠিন প্রস্তাব এনেছেন। যারা আইন প্রণয়ন করেন, তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনের সমর্থন দিয়েছিলেন।'
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ.ম. উবায়দুল মোক্তাদির, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রমুখ উপস্থিত ছিলেন।