দেশে এখন ৩৯৭টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ আছে: শিল্পমন্ত্রী
শিল্প মন্ত্রণালয়ের অধীন মোট ৩৯৭টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে বলে বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এর মধ্যে ৩৮২টি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিয়ন্ত্রণাতাধীন, পাঁচটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন, ছয়টি চিনিকল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন এবং চারটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণাধীন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
অধিবেশন চলাকালে সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাসহ বিনিয়োগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সাফল্যও এসেছে।
এছাড়া ২০২৪ সালের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পাঁচটি শিল্পনগরী এবং তিনটি শিল্প পার্কসহ মোট ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৩ হাজার ৮১১টি শিল্প প্লটে সম্ভাব্য ৩ হাজার ৫৬৫টি শিল্প ইউনিট স্থাপন করা হবে। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে ১১টি প্রকল্প স্থগিত রয়েছে।
এদিকে বিনিয়োগে উৎসাহিত করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃক ১২২টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষায়িত শিল্পনগরী/পার্ক প্রকল্প, যেমন নারায়ণগঞ্জের পঞ্চবটিতে হোসিয়ারি ইন্ডাস্ট্রিয়াল শিল্পনগরী, নারায়ণগঞ্জের তারাবোতে জামদানি শিল্পনগরী, সাভারে চামড়া শিল্প নগরী, মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্প পার্ক এবং মুন্সীগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য উদপাতন ও হালকা প্রকৌশল শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে।
সাভারে ১৯৯.৪০ একর জমিতে কমন ইনফ্লুয়েন্স প্লান্ট (সিইটিপি) সুবিধাসহ পরিবেশবান্ধব চামড়ার শিল্প নগরী প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে; সেখানে হাজারীবাগ ও দেশের বিভিন্ন স্থানে অবস্থতি ট্যানারিগুলোকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, চামড়া শিল্প নগরীর ২০৫টি শিল্প প্লটে মোট ১৬২টি ট্যানারি কারখানা স্থাপন করা হয়েছে।