বার্জার পেইন্টস সর্বোচ্চ ২৩১ কোটি টাকার লভ্যাংশ দেবে
দেশের শীর্ষস্থানীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৩১.৮৮ কোটি টাকা বা ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে, যা তাদের শেয়ারহোল্ডারদের জন্য সর্বোচ্চ অর্থপ্রদান হবে।
শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত বোর্ড সভা থেকে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বার্জার পেইন্টসের কোম্পানি সেক্রেটারি খন্দকার আবু জাফর সাদিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২০১৬-১৭ অর্থবছরে তারা মোট ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলেন। তবে সে সময় কোম্পানির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা কম ছিল, তাই টাকার অঙ্কে লভ্যাংশের পরিমাণও কম ছিল।
তাই অর্থবছর ২০২৩-২৪-এর লভ্যাংশ কোম্পানিটির ইতিহাসে টাকায় সর্বোচ্চ পরিশোধ হবে বলে জানান তিনি।
লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের নির্ধারণ করতে কোম্পানিটি ১৮ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। আর লভ্যাংশের চূড়ান্ত অনুমোদন ২ অক্টোবর তারিখের একটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা হবে।
গত অর্থবছরে বার্জার পেইন্টসের সমন্বিত নিট মুনাফা আগের অর্থবছরের তুলনায় ৭.৭২ শতাংশ বেড়ে ৩২৪ কোটি টাকা হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৬৯.৯২ টাকা, যা এক বছর আগে ছিল ৬৪.৯১ টাকা।
কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৩০৯.৫৩ টাকা হয়েছে।