‘আফগানিস্তান দলে সব সময়ই রহস্যময় স্পিনার থাকে’
আল্লাহ মোহাম্মদ গাজানফার যে বাংলাদেশের জন্য এক রহস্যের নাম উঠেছিল, তা এক বাক্যে মেনে নিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক অবশ্য ১৮ বছর বয়সী এই অফ স্পিনারেই সীমাবদ্ধ থাকলেন না, প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আফগানিস্তানের স্পিনারদের। তার ভাষায় আফগানিস্তান দলে সব সময়ই রহস্যময় স্পিনার থাকে।
বুধবার দুবাইয়ে আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে ২ উইকেটেই ১২০ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপরই উল্টো পথে হাঁটা শুরু। শান্তকে নবি ফেরানোর পর শুরু হয় 'গাজানফার শো'। জাদু নাকি রহস্য, এটা বুঝতে বুঝতেই বাংলাদেশের ইনিংস শেষ।
২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানেই অলআউট বাংলাদেশ। শেষের ৭ উইকেট মাত্র ২৩ রানে হারায় লম্বা সময় ধরে ব্যাটিং ব্যর্থতার বন্দী থাকা দলটি। বাংলাদেশের শেষের ৭ উইকেটের ৫টিই নেন গাজানফার, শুরুতে তার শিকার তানজিদ হাসান তামিম। ৬.৩ ওভারে ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা মাত্র ষষ্ঠ ওয়ানডে খেলতে নামা তরুণ এই স্পিনার।
৯২ রানের বড় হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজানফারের বোলিং রহস্য নিয়ে জানতে চাইলে শান্ত বলেন, 'আফগানিস্তান দলে সব সময় রহস্যময় স্পিনার থাকে। তাদের সবাই আজ দারুণ বোলিং করেছে। বিশেষ করে গাজাফার সত্যি অসাধারণ বোলিং করেছে।'
১২০ রানে ২ উইকেট, শান্ত তখন ৪৭ রানে অপরাজিত। এরপরও কেন এই হাল? বাংলাদেশ অধিনায়ক নিজেকেই দুষছেন, 'আমার মনে হয় আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে থিতু ব্যাটসম্যান ছিলাম। এ ছাড়া সৌম্য, মিরাজ; আমরা ৩০-৪০ রান করেছি। এমন কন্ডিশনে লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে আপনাকে।'
বোলিংয়ে ভালো শুরুর প্রশংসা করলেও সেই ধারায় থাকতে না পারার হতাশা আছে শান্ত। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন চাপ সামলে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ নবিকেও, 'আমার মনে হয় আমরা খুবই ভালো শুরু করেছিলাম। প্রথম ১৫-২০ ওভারে আমরা সত্যি ভালো বোলিং করেছি। কিন্তু মাঝে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি আমরা। নবি যেভাবে ব্যাটিং করেছে, সে সত্যিই দারুণ ব্যাটিং করেছে।'
৭১ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়েন হাশমতউল্লাহ শহিদি ও নবি। শহিদি ৫২ ও নবি ইনিংস সেরা ৮৪ রান করেন। এ দুজনের প্রশংসার পাশাপাশি করণীয় নিয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় না আমাদের আরও আক্রমণ করতে হতো। উইকেটে নিচু বাউন্স ছিল, ধারাবাহিকভাবে আমাদের ঠিক জায়গায় বোলিং করে যেতে হবে। কিন্তু যেটা আমি বললাম, হাশমত এবং নবি খুবই অসাধারণ ব্যাটিং করেছে।'
পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আসে বাংলাদেশ। এরপর থেকে হারের বৃত্তে তারা। ভারত সফরে চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি এবার আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলো। তবে শান্তর বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবেন তারা, 'আমাদের প্রস্তুতি দারুণ ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি পরের ম্যাচে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো।'